হাটহাজারীতে দিনে-দুপুরে বিদ্যুতের খুঁটি চুরির চেষ্টা করেছিল একটি চক্র। তবে উপস্থিত জনতার প্রতিরোধে এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। গত রোববার সকাল ১১টার দিকে উপজেলার ফতেয়াবাদ বটতলী এলাকায় এ ঘটনা ঘটে। হাটহাজারী বিদ্যুৎ বিভাগের সাইট ইনচার্জ আব্দুর রহমান জানান, সমপ্রতি ফতেয়াবাদ থেকে বটতলী পর্যন্ত বিদ্যুতের লাইন সংস্কার করা হয়েছে। এ সময় পুরনো স্টিলের খুঁটি এবং বৈদ্যুতিক তার পরিবর্তন করে নতুন লাগানো হয়। পুরনো খুঁটিগুলো রাস্তার পাশে রাখা হয়। রোববার সকাল ১১টার দিকে বিভিন্ন জায়গায় রাস্তার ধারে রাখা ৮টি স্টিলের খুঁটি ট্রাকে তোলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান তিনি। এ সময় গাড়িতে খুঁটি তোলার কারণ জানতে চাইলে হলুদ জ্যাকেট পড়া আবুল কাশেম নামে এক যুবক নিজেকে পিডিবির প্রকৌশলী পরিচয় দেন। কিন্তু সন্দেহ হওয়ায় ওই যুবকের কাছ থেকে ট্রাকটির চাবি নিয়ে নেন আব্দুর রহমান। এরপর হাটহাজারী বিদ্যুৎ বিতরণ বিভাগ এবং পিডিবির দক্ষিণাঞ্চলীয় জোনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে ফোনালাপে নিশ্চিত হওয়া যায়, আবুল কাশেম নামে যুবকটি পিডিবির কেউ নন। খুঁটি চুরির চেষ্টায় জড়িতদের বিরুদ্ধে কর্তৃপক্ষ আইনগত পদক্ষেপ নিচ্ছে বলেও জানিয়েছেন আব্দুর রহমান। হাটহাজারী বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী নেওয়াজ আহমেদ আজাদীকে বলেন, বেশ কিছুদিন ধরে ফতেয়াবাদ বটতলীতে লাইন সংস্কারের কাজ চলছে। গত রবিবার দুপুরে পুরনো কিছু স্টিল খুঁটি চুরির চেষ্টা করেছে একটি চক্র। চোর চক্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নিদের্শনা দেওয়া হয়েছে।











