হাটহাজারীতে দাঁড়াশ ও পদ্মগোখরো সাপ উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩ ফেব্রুয়ারি, ২০২২ at ১১:০৫ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলার ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাশে একটি বাসার রান্না ঘর থেকে একটি দাঁড়াশ ও একটি পদ্মগোখরা সাপ উদ্ধার করেছে স্থানীয় বনবিভাগ। গতকাল বুধবার বিকেলে হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে ও স্নেক রেসকিউ টিমের (এসআর টিবিডি গ্রুপ) সহযোগিতায় সাপ দুটিকে উদ্ধার করা হয়।
রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী জানান, বুধবার বিকেলে স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে দাঁড়াশ ও পদ্মগোখরা সাপ দুটি উদ্ধার করি। পরে আমাদের আওতাধীন গহীন বনে সাপ দুটি অবমুক্ত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসিএসই ও ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের চুক্তি স্বাক্ষর
পরবর্তী নিবন্ধএনসিসি ব্যাংকের ইনোভেশন সেন্টার উদ্বোধন