হাটহাজারীতে ট্রাকসহ ৫ লাখ টাকার কাঠ জব্দ

বন বিভাগের অভিযান

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ২৫ অক্টোবর, ২০২১ at ৫:৩২ অপরাহ্ণ

হাটহাজারীতে অবৈধভাবে পাচারের সময় ট্রাকবোঝাই ২৫০ ঘনফুট সেগুন ও গামারী কাঠ জব্দ করেছে স্থানীয় বন বিভাগ।

আজ সোমবার (২৫ অক্টোবর) সকালে ফতেয়াবাদ কলেজ সড়কে ঠান্ডাছড়ি এলাকায় সিএনজিচালিত অটোরিকশা স্টেশন থেকে রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে ট্টাকবোঝাই কাঠ জব্দ করা হয় যার আনুমানিক ৫ লক্ষ টাকা।

স্টেশন কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ফতেয়াবাদ কলেজ সড়কে ঠান্ডাছড়ি এলাকায় সিএনজিচালিত অটোরিকশা স্টেশন থেকে ২৫০ ঘনফুট সেগুন ও গামারী কাঠ ট্রাকসহ জব্দ করি যার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা। ট্রাকসহ কাঠ স্টেশন হেফাজতে নিয়ে আসা হয় এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের অভিযান অবৈধ চোরাকারবারীদের বিরুদ্ধে।”

বন রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসুচারুভাবে প্রতিষ্ঠান পরিচালনায় সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় আহত আরেক মোটরসাইকেল আরোহীর মৃত্যু