হাটহাজারী উপজেলার ধলইয়ে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) খোশরোজ শরীফ উপলক্ষে আলোচনা সভা ও কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা-এ জিয়া মওলা হক ভাণ্ডারী এর আয়োজক। মাদ্রাসা পরিচালনা পরিষদের সিনিয়র সহ-সভাপতি সেকান্দর মিয়া বাদশাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হাটহাজারী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান। সঞ্চালনায় ছিলেন আবু হায়াত চৌধুরী। প্রধান আলোচক ছিলেন প্রফেসর শাহজাদা শফিউল গণি চৌধুরী মাইজভাণ্ডারী। বিশেষ আলোচক ছিলেন অধ্যক্ষ মৌলানা নুরুল আমিন ও মৌলানা নুরুল ইসলাম ফোরকানী। বিশেষ অতিথি ছিলেন আলী আবরাহা দুলাল, ব্যারিস্টার বদরুল আলম চৌধুরী, সাংবাদিক আহমাদুর রহমান শাওন ও মাদ্রাসা সুপার আবদুল মান্নান। প্রেস বিজ্ঞপ্তি।












