হাটহাজারীতে ছুরিকাঘাতে যুবক আহত

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২৩ আগস্ট, ২০২৫ at ১১:৪৩ পূর্বাহ্ণ

হাটহাজারী পৌরসভায় এক যুবককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ১নং ওয়ার্ডের রংগী পাড়ায় এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত মো. নেওয়াজ শরীফ ইসকান্দর (৩৫) পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম দেওয়ান নগর এলাকার মৃত আবু তাহেরের পুত্র। এ ঘটনায় গতকাল শুক্রবার দুপুরে আহতের ভাই আহমদ শরীফ বাদী হয়ে দশজনের নাম উল্লেখ করে ৮/১০ জনকে অজ্ঞাতনামা বিবাদী করে হাটহাজারী থানায় একটি অভিযোগ করেছেন।

জানা যায়, কিছুদিন পূর্বে ওই এলাকায় ভুক্তভোগী যুবকের ব্যবসা প্রতিষ্ঠানসহ আরও কয়েকটি বসতবাড়িতে চুরির অভিযোগ উঠে স্থানীয় তিন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ছুরিকাঘাতে আহত যুবক প্রতিবাদ করেন। প্রতিবাদের জের ধরে তার উপর হামলা হয়েছে বলে জানা গেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

এদিকে গতকাল এ ঘটনার প্রতিবাদে সন্ত্রাসীদের শাস্তির দাবিতে ওই এলাকায় জনসাধারণের উদ্যোগে মানববন্ধন ও এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

জানতে চাইলে হাটহাজারী থানার উপপরিদর্শক নাজমুল হাসান জানান, দুপুরের দিকে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসদারঙ্গের শাস্ত্রীয় সংগীত সন্ধ্যা
পরবর্তী নিবন্ধইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার প্রতিনিধি সম্মেলন