মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক–ই–আজম (বীর প্রতীক) হাটহাজারীতে সামপ্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া দুই ব্যক্তির পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় তিনি হাটহাজারীতে নিহতদের বাড়িতে যান, পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান এবং ঈদ উপহার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন। উপদেষ্টা ফারুক–ই–আযম প্রথমে বিকালের দিকে উপজেলার পশ্চিম ধলই ইউনিয়নের ২নং ওয়ার্ডের আব্দুর রহমান টেন্ডল বাড়ির বাসিন্দা মরহুম ইউসুফের (যিনি বিএনপি কর্মী হিসেবে পরিচিত ছিলেন) পরিবারের সাথে দেখা করেন। এরপর সন্ধ্যার দিকে তিনি হাটহাজারী পৌরসভার ৬নং ওয়ার্ড এলাকার বাসিন্দা অটোরিকশাচালক মরহুম জামাল মোল্লার বাড়িতে যান এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। উল্লেখ্য, এই দুজন ব্যক্তি সামপ্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হাটহাজারীতে নিহত হন।
পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন, ওসি (তদন্ত), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নিয়াজ মোর্শেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধিগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপদেষ্টা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং সরকারের পক্ষ থেকে তাদের পাশে থাকার আশ্বাস দেন। প্রেস বিজ্ঞপ্তি।