হাটহাজারীতে চোলাই মদ রাখায় একজনের কারাদণ্ড

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২০ at ১০:৫৯ পূর্বাহ্ণ

হাটহাজারীতে চোলাই মদ রাখা ও বিক্রির অপরাধে দিলীপ চৌধুরী (৬৮) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার উপজেলার ফতেয়াবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ। তিনি জানান, জনকল্যাণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধকনকর্ড ফয়’সলেক পার্কে সান্ধ্যকালীন প্রমোশনাল অফার
পরবর্তী নিবন্ধ৮০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কিনবে সরকার