হাটহাজারীতে চুলার আগুনে পুড়ল ১৩ বসতঘর

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ১৮ মে, ২০২৪ at ৭:৪৮ পূর্বাহ্ণ

হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের উত্তর ছাদেকনগর গ্রামের শহর আলীর বাড়িতে এই ঘটনা ঘটেছে। আগুনে নগদ সাত লক্ষাধিক টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের সহযোগিতায় হাটহাজারী ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শহর আলীর বাড়িতে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঘরে বিদ্যুৎ সংযোগ থাকায় এবং টিনের ছাউনি হওয়ায় কেউ আগুন নিভাতে এগিয়ে যেতে সাহস করেনি। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে এই বাড়ির ১৩ পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। ক্ষতগ্রস্তরা হলেন মো. জসিম উদ্দিন, মো. জিসান উদ্দিন, মোহাম্মদ আলী, ওসমান আলী, আজগর আলী, মঞ্জুরুল আলম, করিম উদ্দিন, আবুল হোসেন, আবুল কাসেম, মো. আলী, মো. বেলাল উদ্দিন, মো. আলাউদ্দীন, জিয়াউল হক। অগ্নিকাণ্ডে ১৩ পরিবারের বসতঘর, ঘরে রক্ষিত যাবতীয় মালামাল, নগদ টাকা, স্বর্ণালংকার, মূল্যবান কাগজপত্র ও আসবাব পুড়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে ৫০ লক্ষাধিক টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। সংবাদ পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে সাবেক উপজেলা চেয়ারম্যানকে শো’কজ, দুজনকে অর্থদণ্ড
পরবর্তী নিবন্ধ‘শিক্ষকরা মারধর করায়’ মাদ্রাসা থেকে চলে যায় শিশুটি