হাটহাজারীতে চিরাই ও গোল কাঠ জব্দ

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ১ ফেব্রুয়ারি, ২০২২ at ১১:৩৩ পূর্বাহ্ণ

হাটহাজারী রেঞ্জের আওতায়ধীন ভুজপুর এলাকা থেকে ১শত ৫০ফুট গামারী চিরাই ও গোল কাঠ জব্দ করেছে স্থানীয় বনবিভাগ। যার আনুমানিক মুল্য দেড় লক্ষ টাকা। গত রবিবার দিবাগত রাতে বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ’র নির্দেশনায় সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসাইন নেতৃত্বে হাটহাজারী স্টেশন কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী সহযোগিতায় ডাম্পার ট্রাক গাড়ীসহ কাঠগুলো জব্দ করা হয়।
এ বিষয়ে স্টেশন কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী জানান, রোববার দিবাগত রাতে একটি ডাম্পার গাড়িসহ ১৫০শত ফুট গামারী চিরাই ও গোল কাঠ আটক করি। যার আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা। কাঠগুলো স্টেশনে হেফাজতে রয়েছে। বন আইনে মামলা দায়ের করা হয়।

পূর্ববর্তী নিবন্ধযারা নিবেদিতপ্রাণ, তারা স্বীকৃতির আশায় থাকেন না
পরবর্তী নিবন্ধএশিয়ান গ্রুপের ৩১০৬২ শ্রমিক শতভাগ সুরক্ষার আওতায়