হাটহাজারীতে গ্রিন ডাটা সেন্টার স্থাপনের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে অনুমোদন করা হয়েছে। এ সংক্রান্ত এক সভা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে প্রস্তাবটিতে নীতিগত অনুমোদন দেওয়া হয়।
বৈঠক চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফটিকা মৌজায় বিটিসিএল’র ১৪৯.৪৮ একর অব্যবহৃত জমির ওপর পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিতে একটি অত্যাধুনিক গ্রিন ডাটা সেন্টার স্থাপনের জন্য প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশে বৈদেশিক বিনিয়োগ সৃষ্টি, কর্মসংস্থানের সুযোগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে এবং নিজস্ব চাহিদা মেটানোর পাশাপাশি ডাটা স্টোরেজ ভাড়া দেওয়ার মাধ্যমে বিটিসিএল’র রাজস্ব আয় বাড়বে। এ অবস্থায় প্রকল্পটি পিপিপি ভিত্তিতে বাস্তবায়নের নীতিগত অনুমোদনের জন্য প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দেয়। ইতিমধ্যে ঐ জায়গাটিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অধীন হাইটেক পার্ক প্রকল্প নির্মাণ করার জন্য প্রস্তাবনা ছিল পরবর্তী সিদ্ধান্ত পরিবর্তন করে গ্রিন ডাটা সেন্টার প্রকল্প নির্মাণ করার জন্য প্রাথমিকভাবে নীতিগত সিদ্ধান্ত হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় পরিত্যক্ত জায়গাটি একটি প্রকল্প করার দীর্ঘ দিন ধরে চেষ্টা চলছিল।