হাটহাজারীতে গ্যারেজ মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৪২ পূর্বাহ্ণ

হাটহাজারী পৌরসভার চেয়ারম্যান ঘাটা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলার চেষ্টা করায় এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্তের নাম মো. আজম। তিনি আবদুস সামাদের পুত্র।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্ল্যাহ জানান, ব্যাটারি চালিত রিঙা নিয়ন্ত্রণে আজমের মালিকানাধীন গ্যারেজে অভিযান চালানো হয়। এ সময় তিনি লোকজন নিয়ে হামলার চেষ্টা করেন। তাৎক্ষণিক তাকে আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে ৪টি গ্যারেজ থেকে ৫৯টি ব্যাটারি ও ৪৯টি চার্জার জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধউপরে বাঁশ, নিচে কাঠ
পরবর্তী নিবন্ধফাগুন সন্ধ্যায় একুশের কবিতা