চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম ফিতা কেটে হাটহাজারী পৌরসভায় কৃষকের হাট ও পৌরসভা তথা কেন্দ্র উদ্বোধন করেছেন। গতকাল সোমবার পৌরসভার কাচারী সড়কস্থ বক্স কালভার্ট এলাকায় এ হাটের উদ্বোধন করেন তিনি। তাছাড়া পৌরসভা কার্যালয়ে পৌরসভার তথ্য কেন্দ্র উদ্বোধন করেন।
উপজেলা প্রশাসন পরিচালিত কৃষকের হাট নামে ন্যায্যমূল্যের বিক্রয় কেন্দ্রটি করা হয়েছে মূলত কৃষকের জন্য। জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, কৃষক যাতে তার উৎপাদিত পণ্য ন্যায্যমূল্যে ক্রয়–বিক্রয় করতে পারেন সে লক্ষ্যেই এ হাটের উদ্বোধন করা হয়েছে। চাহিদা সাপেক্ষে পৌরসভার আরও কয়েকটি স্থানে এবং বিভিন্ন উপজেলায় এই কৃষকের হাট বিক্রয় কেন্দ্রের কার্যক্রম পর্যায়ক্রমে বসানোর পরিকল্পনা রয়েছে। আবার এ হাটে ঠিক দামে পণ্য বিক্রি হচ্ছে কিনা তা মনিটরিংয়ের জন্য ছদ্মবেশে প্রশাসনের লোকও নিয়োজিত থাকবে।
এসময় সময় জেলা প্রশসকের কার্যালয়ের সহকারী কমিশনারবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) লুৎফন নাহার শারমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম জিন্নাত সুলতানা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুজন কানুনগো, পৌর নির্বাহী প্রকৈশলী মো. বেলাল আহম্মদ খান, পৌর নির্বাহী কর্মকর্তা বিপ্লব চন্দ্র মুহুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও উপজেলা ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে তিনি পৌরসভার এগার মাইলস্থ বনজদ্রব্য পরীক্ষন ফাঁড়ি সংলগ্ন হাটহাজারী–অক্সিজেন সড়কের পৌরসভার সীমানা গেইট এবং পরে পৌরসভার কার্যালয়ের তথ্য সেবা কেন্দ্র উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসক ফরহাদাবাদ শিশু পরিবার পরিদর্শন করেন।