হাটহাজারীতে কৃষকদের বিনামূল্যে রবি ফসলের প্রণোদনা বিতরণ

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২২ নভেম্বর, ২০২৫ at ১১:০৬ পূর্বাহ্ণ

হাটহাজারীতে ৭২০ জন কৃষকের মধ্যে গত বৃহস্পতিবার বিনামূল্যে রবি ফসলের প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২০২৫২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনার কর্মসূচির আওতায় কৃষক / কৃষানীদের মধ্যে রবি ফসলের বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি ভবন মিলনায়তনে প্রনোদনা বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী। উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাসানের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কৃষক প্রতিনিধি মো. বোরহান উদ্দিন। অনুষ্ঠানে প্রতিজন কৃষককে প্রদর্শনীর জন্য ৩০ কেজি গম, ১ কেজি সরিষা, ১০ কেজি চিনা বাদাম, ১কেজি হাইব্রীড সূর্যমুখী, ১কেজি ও পি সূর্যমূখী, ৫ কেজি মুগ, ৮ কেজি খেসারী, ৭ কেজি ফেলন ২ কেজি অড়হড় প্রদান করা হয়। তাছাড়া প্রদর্শনীর জন্য প্রতিজন কৃষককে ১০ কেজি করে ডিএপি, অড়হড় এর জন্য ৫ কেজি। গম সরিষা ও সূর্যমুখীর জন্য ১০ কেজি করে এমওপি, চিনা বাদাম, মুগ,খেসারী,খেলন ও অড়হড় এর জন্য ৫ কেজি করে এমওপি সার প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে এনসিপি মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দিন জিলানীর মতবিনিময়
পরবর্তী নিবন্ধজাবেদকে মনোনয়ন দেওয়ার দাবিতে আলীকদমে বিএনপির পদযাত্রা কর্মসূচি