হাটহাজারীতে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশের (পার্টনার) আওতায় কৃষকদের নিয়ে পিএফএস কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। হাটহাজারী উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর এই কংগ্রেসের আয়োজন করে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তি নির্ভর জ্ঞান বিনিময়ের মাধ্যমে স্মার্ট কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক শক্তি হিসাবে কাজ করে। তাই কৃষিকে পার্টনারশিপ কর্মসূচির আওতায় আনা হচ্ছে। পুষ্টি নির্ভর, উদ্যোক্তা নির্ভর কৃষিই বর্ধিত জনসংখ্যা খাদ্যের চাহিদা পূরণ করতে পারবে। নিরাপদ ফসলই মানুষের নিরাপদ স্বাস্থ্য নিশ্চিত করতে পারে। সময়ের প্রয়োজনে উত্তম কৃষি চর্চাই এই কংগ্রেসের উদ্দেশ্য। কৃষিকে লাভ জনক পেশায় পরিণত করতে সরকারের সাথে বেসরকারি উন্নয়ন সংস্থাসহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে সভায় উল্লেখ করা হয়। হাটহাজারী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবদ আল মামুন শিকদার। পিএফএস কংগ্রেস প্রধান অতিথি ছিলেন, হাটহাজারী কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের অধ্যক্ষ মো. সামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম অঞ্চলের পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার আবু কাউছার মো. সরোয়ার। কৃষি সমপ্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের অতিরিক্ত উপ–পরিচালক (শস্য) মোঃ ওমর ফারুক, কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ–পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) হাবিবুনেচ্ছা ও কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ–পরিচালক (উদ্যান) রঘুনাথ নাগ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া।