হাটহাজারীতে এক সপ্তাহে পাঁচ লাশ উদ্ধার, পরিচয় মিলেছে একটির

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ১৯ নভেম্বর, ২০২৫ at ১০:৫২ পূর্বাহ্ণ

হাটহাজারীতে এক সপ্তাহে পাঁচটি লাশ উদ্ধার করেছে পুলিশ। পাঁচ জনের মধ্যে এক জনের পরিচয় পাওয়া গেলেও চারজনের পরিচয় এখনো মিলেনি। উদ্ধারকৃত লাশের মধ্যে একটি মহিলার লাশ।

জানা যায়, হাটহাজারী মডেল থানা পুলিশ গত ১০ নভেম্বর উপজেলার আলীপুর থেকে একটি এবং একই দিন মদুনাঘাট এলাকা থেকে একটি অজ্ঞাত পরিচয় মহিলার লাশ উদ্ধার করেছে। পরদিন ১১ নভেম্বর ধলই ইউনিয়নের মনিয়াপুকুরের পশ্চিম থেকে একটি অজ্ঞাত পরিচয় লাশ উদ্ধার করে। ১৩ নভেম্বর চৌধুরীহাট বাজারের পশ্চিম পাশ থেকে মো. জাফর নামে একজন অটোরিকশা চালকের লাশ উদ্ধার করে। ১৬ নভেম্বর হাটহাজারী পৌরসভার পুরাতন কার্যালয়ের সামনে থেকে আরো একজন অজ্ঞাত পরিচয় বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। এক সপ্তাহে উদ্ধারকৃত পাঁচটি লাশের মধ্যে একটি মহিলার। বাদবাকিগুলো পুরুষের। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অন্য চারটি লাশের পরিচয় পাওয়া যায়নি। তবে পুলিশ উদ্ধারকৃত লাশের পরিচয় সনাক্তের জন্য তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে বলে জানা গেছে।

থানা পুলিশ জানায়, অটোরিকশা চালক মো. জাফরের লাশ উদ্ধারের পর দুই নারীসহ পাঁচজনকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। আটককৃতদের এরই মধ্যে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগণভোট নিয়ে নির্দেশনার পর কর্মপরিকল্পনা জানাবে ইসি
পরবর্তী নিবন্ধসিএন্ডএফ এজেন্ট শাহজাহানের স্ত্রী ফারজানা আক্তারের বিরুদ্ধে দুদকের মামলা