হাটহাজারীতে অবৈধভাবে কৃষি জমির টপসয়েল (মাটির উপরের অংশ) কাটার অপরাধে মো. খোকন নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার ৯ নং গড়দুয়ারা ইউনিয়নের তুলাতলি এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ইউএনও জানান, উল্লেখিত এলাকায় বেশ কিছুদিন যাবদ স্থানীয় কিছু প্রভাবশালী মহল জমির টপসয়েল কেটে জমির ক্ষতি সাধন করে আসছিল। স্থানীয় লোকজনের মাধ্যমে এ বিষয় সংবাদ পেয়ে গত শুক্রবার দিবাগত রাতে ইউনিয়নের তুলাতলি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় টপসয়েল কাটার দায়ে আনোয়ার হোসেনের পুত্র অভিযুক্ত মো. খোকনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন ইউএনও এবিএম মশিউজ্জামান।