হাটহাজারীতে ইউপি কার্যালয় ভাঙচুর মামলায় আটক তিন

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ আগস্ট, ২০২২ at ৫:০১ পূর্বাহ্ণ

হাটহাজারীর ২নং ধলই ইউনিয়ন পরিষদে হামলা, ভাংচুর ও চেয়ারম্যানকে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।
গত রোববার রাতে ফটিকছড়ি থানাধীন লেলাং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মামলার প্রধান আসামি পশ্চিম ধলই সাদেক আলী বলীর বাড়ির মৃত ইসলামের পুত্র মো. আজিজুল হক (৪৫), ফরহাদাবাদ ইউনিয়নস্থ মোহছেনা পাড়ার মৃত মাওলানা বাদশাহ আলমের পুত্র মো. ফরিদ (৪৫) ও পূর্বধলই জীবন আলি চৌধুরী বাড়ির খায়রুল বশরের পুত্র সালাউদ্দিন চৌধুরী প্রকাশ মুন্না (৩২)।
আটকের সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সোহেল আহমদ জানান, গ্রেফতারকৃতদের গতকাল সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, ১৫ আগস্ট ধলই ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন শেষে ইউপি চেয়ারম্যান আবুল মনসুর তার কার্যালয়ে বসে ১৯ আগস্ট শোক দিবসের আরেকটি কর্মসূচির আমন্ত্রণ পত্র বিতরণের প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ হাটহাজারী মডেল থানা পুলিশ কর্তৃক দুই ইভটিজার আটকের জের ধরে গ্রেফতারকৃতরাসহ প্রায় শতাধিক যুবক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পরিষদ কার্যালয় ভাংচুর করে। এ সময় হামলাকারীরা হত্যার উদ্দেশ্য চেয়ারম্যান আবুল মনসুরের উপর হামলার চেষ্টা করে। ঘটনার সময় চেয়ারম্যানের রুমের ফটক (গ্রিল) তালাবদ্ধ থাকায় প্রাণে বেঁচে যান তিনি। এই ঘটনায় রুস্তম নামে পুলিশের এক কন্সটেবল আহত হন। পরে উভয় ঘটনায় রাতে চেয়ারম্যান এবং পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধকবরের অভিজ্ঞতা ভিডিও করতে গিয়ে ইউটিউবার আটক
পরবর্তী নিবন্ধইভিএমের সিদ্ধান্ত নিতে পারেনি ইসি সংলাপের ১০ প্রস্তাব আমলে