বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় হাটহাজারীতে আ.লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের ৪ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। হাটহাজারী মডেল থানার ওসি হাবিবুর রহমান জানান, এ চারজন হচ্ছেন মো. হারুনুর রশিদ (৫৫), আবুল হাসেম (৩৫), মো. ওয়াহিদুল আলম (৩৪) ও গাজী মো. আলী হাসান (৪৭)। গত রোববার রাতে উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, মো. হারুনুর রশিদ হাটহাজারী পৌরসভা ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, আবুল হাসেম পৌরসভা ৪ নং ওয়ার্ড যুবলীগের সদস্য, পশ্চিমধলই এলাকার আহাম্মদ সাফার পুত্র মো. ওয়াহিদুল আলম ২ নং ধলই ইউনিয়ন ছাত্রলীগ সদস্য এবং কালাগাজী বাড়ির মৃত গাজী সালেহ আহম্মদের পুত্র গাজী মো. আলী হাসান ৩ নং মির্জাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। গ্রেপ্তারকৃতদের গতকাল সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।