চট্টগ্রামে মিয়ানমার ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক ৩ ডিসেম্বর

| সোমবার , ১ ডিসেম্বর, ২০২৫ at ৩:০২ অপরাহ্ণ

চট্টগ্রামে অবস্থানরত মিয়ানমারের ইউনিয়ন রিপাবলিকের অনারারি কনসুলেটের উদ্যোগে আগামী ৩ ডিসেম্বর ২০২৫, বুধবার বিকেল ৩টা হোটেল আগ্রাবাদে মিয়ানমারের উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে এক গুরুত্বপূর্ণ ব্যবসায়িক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

অনারারি কনসাল জেনারেল এইচ. এম. হাকিম আলী স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে জানানো হয়, চট্টগ্রামের বাণিজ্যিক অঙ্গনকে আরও গতিশীল করা, দু’দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক দৃঢ় করা এবং নতুন বিনিয়োগের পথ সুগম করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে দুই দেশের ব্যবসায়িক সুযোগ-সুবিধা, আমদানি-রপ্তানি সম্ভাবনা, শিল্পখাতে পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ ব্যবসায়িক নীতিমালা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে অবস্থিত হোটেল আগ্রাবাদ-এর সোহো রেস্টুরেন্ট এ। আয়োজক কর্তৃপক্ষ জানান, বাংলাদেশে মিয়ানমার ব্যবসায়িক প্রতিনিধিদলের এই সফর দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

উপস্থিত থাকতে ইচ্ছুকদের যোগাযোগের জন্য দেওয়া হয়েছে ফোন নম্বর: +88 017 6666 5211 এবং ই-মেইল: sahadats29@gmail.com

অনারারি কনসাল জেনারেল জানিয়েছেন, “বাংলাদেশ ও মিয়ানমারের ব্যবসায়ীরা একে অপরের বড় সম্ভাবনার অংশীদার। এই বৈঠক ভবিষ্যতের বাণিজ্য সম্পর্ককে আরও শক্তিশালী করবে।”

পূর্ববর্তী নিবন্ধসেন্টমার্টিন থেকে ফেরার পথে স্পীডবোট উল্টে মা-মেয়ের মৃত্যু
পরবর্তী নিবন্ধঅধিকার ও উন্নয়ন নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ দাঁড়িপাল্লার প্রার্থী ডা. রেজাউল করিম