হাটহাজারীতে আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস পালিত

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ২৫ অক্টোবর, ২০২৪ at ৬:৩৮ পূর্বাহ্ণ

নদীর প্রান ডলফিনশুশুক,নিরাপদে বেচেঁ থাকুক,এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামানের সভাপতিত্বে জেলা বন্যপ্রাণী ব্যবস্থাপনা সংরক্ষন কর্মকর্তা দীপান্বিত ভট্টাচার্য ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মো. মোরশেদের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম।

প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম গোলাম মোর্শেদ খাঁন। বিশেষ অতিথি ছিলেন বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো.রফিকুল ইসলাম চৌধুরী।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন চবির প্রানী বিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া। বক্তব্য রাখেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, হাটহাজারী সার্কেলের (অতি.)পুলিশ সুপার মো. শোয়েব খাঁন, প্রানী সম্পদ কর্মকর্তা সুজন কানুনগো, শাহ আলম কায়সার, মডেল থানার ওসি

(তদন্ত) নরুল আলম, প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, খোরশেদ আলম শিমুল, বোরহান উদ্দীন, কামাল উদ্দীন সওদাগর, মো.রোসাঙ্গীর আলম প্রমুখ। সভা শেষে ডলফিন দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধমো. আনিছুল হক
পরবর্তী নিবন্ধনবীয়ে পাকের (দ.) পদাঙ্ক অনুসরণে রয়েছে মুক্তি