হাটহাজারীতে আগুনে নিঃস্ব এক পরিবার

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ৮ এপ্রিল, ২০২৪ at ১০:১২ পূর্বাহ্ণ

হাটহাজারীতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১ পরিবারের ৬ কক্ষ বিশিষ্ট একটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে একেবারে নি:স্ব হয়ে গেছে পরিবারটি। গত শনিবার দিবাগত রাতে উপজেলার মেখল ইউনিয়নের পূর্ব মোজাফফরপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক আট লক্ষাধিক টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাপ্ত সংবাদে প্রকাশ। জানা যায়, ঘটনার দিন শবে কদর রাতে উল্লেখিত এলাকার নুর মোহাম্মদ সওদাগর বাড়ির এয়ার মোহাম্মদের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলেও হাটহাজারী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই এয়ার মোহাম্মদের ৬ কক্ষ বিশিষ্ট টিনের ঘরসহ ঘরে রক্ষিত যাবতীয় মালামাল পুড়ে যায়। ৮ নং মেখল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এই পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে গেছে। তিনি এমন দুর্যোগময় মুহূর্তে অগ্নিদুর্গত পরিবারটির পাশে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রবাসীসহ বিত্তবানদের তিনি আহ্বান জানান। হাটহাজারী ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে বিএনপির ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপিত