কদমতলী সৈয়দুর রহমান বাড়ি নিবাসী সাবেক ক্রিকেটার এনামুল হক শিবলুর পিতা এবং আনজুমান–এ–রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব সিরাজুল হকের বড় ভাই হাজী এবাদুল হক (৭৭) গত রোববার রাত ৯ টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অনেক আত্মীয় স্বজন রেখে যান। গতকাল সোমবার সকাল ১১টায় স্টেশন রোড পুরাতন রেলওয়ে স্টেশনের সামনে মরহুমের নামাজে জানাজা শেষে চৈতন্য গলি কবরস্থানে তাকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন নগর বিএনপি নেতা হাজী মোহাম্মদ সালাউদ্দিন, কল্লোল সংঘের সহ সভাপতি মো. নাসির মিয়া, সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন জাহেদ, বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুন, মাদারবাড়ি মুক্তকন্ঠ ক্লাবের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াস, সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ ও নিমতলা লায়ন্স ক্লাবের প্রতিনিধি মো. সোহেল আহমদ। প্রেস বিজ্ঞপ্তি।