মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই তাদের একটি অভ্যন্তরীণ সার্ভার থেকে হাজার হাজার ভুয়া ইমেইল পাঠানোর ঘটনা তদন্ত করছে এবং একটি সম্ভাব্য সাইবার আক্রমণের ব্যাপারে সতর্ক করেছে।
সংস্থাটি জানিয়েছে, গত শনিবার ঘটে যাওয়া এই ঘটনা একটি চলমান পরিস্থিতি। ভুয়া ইমেইলের উৎসস্থল মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বলে প্রেরকের ঠিকানায় উল্লেখ আছে। তবে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি দাবি করছে, এ ধরনের একটা হুমকি আসার ব্যাপারে তারা সতর্ক করেছিল। তারা যে সতর্কবার্তা দিয়েছিল সেটার শিরোনাম ছিল ‘আর্জেন্ট: থ্রেট অ্যাকটর ইন সিস্টেম। অলাভজনক সংস্থা স্প্যামহাউস বলছে, ইমেলগুলোতে প্রাপকদের উদ্দেশ্যে বলা হয়েছে, তারা একটি স্পর্শকাতর ও ধারাবাহিক হামলার লক্ষ্য হতে যাচ্ছেন। আর এসব হামলা করবে ডার্ক ওভারলোড নামে একটি চাঁদাবাজ গোষ্ঠী।