হাজার হাজার আফগানকে বহিষ্কার করেছে পাকিস্তান

| সোমবার , ২১ এপ্রিল, ২০২৫ at ১০:২৪ পূর্বাহ্ণ

পাকিস্তান চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনেরও বেশি আফগানকে দেশে ফেরত পাঠিয়েছে। ৩০ এপ্রিল সময়সীমার আগেই ৮০ হাজারের বেশি আফগান পাকিস্তান ছেড়েছে, এরাও তাদের মধ্যে আছে বলে জাতিসংঘ জানিয়েছে। খবর বিডিনিউজের।

নথিবিহীন আফগান ও যাদের অবস্থান করার অস্থায়ী অনুমতি ছিল, তাদের বহিষ্কার করার পদক্ষেপ জোরদার করেছে পাকিস্তান। অতিরিক্ত শরণার্থীর চাপ তারা আর বহন করতে পারছে না বলে ইসলামাবাদ জানিয়েছে। তালেবান কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিদিন ৭০০ থেকে ৮০০ পরিবারকে ফেরত পাঠাচ্ছে পাকিস্তান। আগামী কয়েক মাসের মধ্যে ২০ লাখ আফগান শরণার্থীকে ফেরত পাঠানো হবে বলে ধারণা করা হচ্ছে। বিবিসি জানিয়েছে, তালেবান কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার শনিবার কাবুল যান। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির কান মুত্তাকি শরণার্থী আফগানদের ফেরত পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, পাকিস্তানে ৩৫ লাখেরও বেশি আফগান বসবাস করছেন। এদের মধ্যে প্রায় সাত লাখ ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর দেশত্যাগ করে পাকিস্তানে আশ্রয় নেন।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্পের শুল্ক যুদ্ধের বলি, চীন থেকে যুক্তরাষ্ট্রে ফিরল বোয়িংয়ের জেট
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে হাজারো মানুষের ঢল