হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ নস্যাৎ করতে পারবে না

ফটিকছড়িতে বৌদ্ধ সমাজের সম্মেলনে এমপি সনি

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ৬ এপ্রিল, ২০২৪ at ১০:৩২ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের ত্রিবার্ষিক সম্মেলন উপজেলা বীর মুক্তিযোদ্ধা শফিকুন নূর মওলা গণমিলনায়তনে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম২ ফটিকছড়ি আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের আহ্বায়ক দিবাকর বড়ুয়া চন্দনের সভাপতিত্বে ও পবন বড়ুয়া পংকজ ও সেফু বড়ুয়ার যৌথ সঞ্চালনায় উদ্বোধক ছিলেন অঞ্জন কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন মুহুরী, সৈয়দ মোহাম্মদ বাকের, ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাইল হোসেন, উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য বখতিয়ার সাঈদ ইরান, সদস্য সচিব পবিত্র বড়ুয়া, ছাত্রলীগ সভাপতি জামাল উদ্দিন প্রমুখ। এসময় এমপি সনি বলেন, ধর্ম আমাদের যার যার কিন্তু একে অপরের বিপদে আপদে সবাইকে এগিয়ে আসতে হবে। বৌদ্ধ ধর্মে মতে পৃথিবীর সকল প্রাণী সুখী হোক। আমিও চাই আপনারা শান্তিশৃঙ্খলা রক্ষা করে মিলেমিশে থাকুন। আমরা বিশ্বাস করি বাংলাদেশে বিরাজমান হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির কেউ নস্যাৎ করতে পারবে না। তিনি বলেন, আমি চাই কাজ করতে, কিন্তু কাজ আমার কাছ থেকে আপনাদের আদায় করে নিতে হবে।

পূর্ববর্তী নিবন্ধকবিয়াল রমেশ শীলের মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধবিভিন্ন সংগঠনের ঈদ উপহার সামগ্রী বিতরণ