হাজারী লেইন সর্বজনীন দুর্গোৎসব উদযাপন পরিষদ আয়োজিত মহাপঞ্চমী উপলক্ষে দুর্গার মুখাবরণ উন্মোচন ও ৬ দিনব্যাপী শারদ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান গত ৮ অক্টোবর অনুষ্ঠিত হয়। মাতৃসঙ্গীত ও মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কৈবল্যধামের মোহন্ত কালীপদ ভট্টাচার্য্য। তিনি বলেন, মা দুর্গা এই ধরাধামে আসে মহিষাসুর বধের লক্ষ্যে। কিন্তুু আমাদের সমাজে আজ অসুরেরা বিরাজমান সেই মানুষরূপি অসুরদের বিনাশ করতে হবে। এই দেশ সকল মানুষের। আমরা সবাই বাঙালি। কোন জাতিকে বাদ দিয়ে একটি দেশ কখনো উন্নতির শিখড়ে পৌঁছতে পারে না।
বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী ও প্রেমময় আনন্দ ব্রহ্মচারী।
হাজারী লেইন দুর্গোৎসব উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক প্রশান্ত পান্ডের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি শিবু প্রসাদ দাশ। বক্তব্য রাখেন কৈবল্য ধামের সাবেক সাধারণ সম্পাদক গোপাল দত্ত, গৌতম সিং হাজারী, লায়ন ড. শ্রীরাম আচার্য্য, কিশোর দে, সুশান্ত পান্ডে, তন্ময় পাল, শুভ দেবনাথ, নিপু শর্মা, সমু দাশ, সোম সিং হাজারী। স্বাগত বক্তব্য রাখেন হাজারী লেইন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বাগতম সিং হাজারী ও প্রিয়ম দে। প্রেস বিজ্ঞপ্তি।