হাছান মাহমুদ পরিবারের ৭৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

| শুক্রবার , ১৭ জানুয়ারি, ২০২৫ at ৫:১২ পূর্বাহ্ণ

সন্দেহজনক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, তার পরিবারের সদস্য ও পাঁচটি প্রতিষ্ঠানের ৭৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। এসব ব্যাংক হিসাবে ২৪ কোটি ৬৬ লাখ ৪১ হাজার ৯৫৮ টাকার রয়েছে। দুর্নীতি দমন কমিশনদুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। খবর বিডিনিউজের।

দুদকের আদালত পরিদর্শক আমির হোসেন বলেন, সংস্থার উপপরিচালক কমলেশ মণ্ডল এসব হিসাব অবরুদ্ধের জন্য আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন। ব্যাংক হিসাবগুলোর মধ্যে হাছান মাহমুদের ৮টি, তার স্ত্রী নুরান ফাতেমার ১৪টি, মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের ৬টি, হাছান মাহমুদ ও স্ত্রীর যৌথ হিসাব ৩টি হিসাব রয়েছে। এছাড়া হাছান মাহমুদ পরিবারের বিসমিল্লাহ মেরিন সার্ভিসের ৩৪টি, বিসমিল্লাহ মেরিন সার্ভিসেস ম্যানেজমেন্ট অ্যান্ড হোল্ডিংস এর ৬টি, অস্ট্রেলিয়া বাংলাদেশ সোলার পাওয়ার লিমিটেডের ৩টি, সুখি বাংলা ফাউন্ডেশনের ২টি ও বিসমিল্লাহ মেরিন সার্ভিস জেএএস লিমিটেডের ১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত।

দুদকের অনুসন্ধানের বরাতে সংস্থার কর্মকর্তা কমলেশ মণ্ডল আবেদনে বলা হয়, হাছান মাহমুদ, তার স্ত্রীকন্যা ও তাদের স্বার্থসংশ্লিষ্ট এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাবে ৭৫৩ কোটি ৩০ লাখ ২৭ হাজার ৫৫৯ টাকা লেনদেন হয়েছে, যা সন্দেহজনক। হাছান মাহমুদ প্রতিমন্ত্রী ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে এসব লেনদেন হয়েছে, যাতে অর্থ পাচারের সম্ভবনা অনেক বেশি।

পূর্ববর্তী নিবন্ধভরাট করা হচ্ছে শতবর্ষী পুকুর
পরবর্তী নিবন্ধএমডির জাল স্বাক্ষরে ওয়াসার দুই একর ভূমি আত্মসাতের চেষ্টা