হাছান মাহমুদ, নওফেল ও রেজাউল করিমসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা

বহদ্দারহাট মোড়ে ইয়াস গুলিবিদ্ধ হওয়ার ঘটনা

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৫ মার্চ, ২০২৫ at ৫:৫৪ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় ইয়াস শরীফ খান নামের এক তরুণের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চান্দগাঁও থানায় মামলাটি দায়ের করেন গুলিবিদ্ধ ইয়াস শরীফ খানের বাবা ব্যবসায়ী এজাজ খান।

মামলার অন্য অভিযুক্তরা হলেন, সাবেক সংসদ সদস্য এম এ লতিফ, মহিউদ্দিন বাচ্চু, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ও হেলাল আকবর চৌধুরী বাবর।

মামলায় এজাজ খান উল্লেখ করেন, গত বছরের ১৮ জুলাই বিকেলে নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ছাত্রজনতার ওপর আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ করে। এতে বাদী এজাজ খানের ছেলে ইয়াস শরীফ খান গুলিবিদ্ধ হন। তিনি এখন রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন জানান, গত বৃহস্পতিবার রাতে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরীসহ ৫২ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ২০০ থেকে ৩০০ জনকে।

পূর্ববর্তী নিবন্ধমোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল কলেজছাত্রের
পরবর্তী নিবন্ধনগরীর বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা