রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয় গত ২০ সেপ্টেম্বর। সেখানে দলের সদস্য সংগ্রহ ফরম পূরণ করেন গত মঙ্গলবার হাটহাজারীর মদুনাঘাটে দুর্বৃত্তের গুলিতে নিহত আব্দুল হাকিম। যিনি অনুষ্ঠানটির বিশেষ অতিথিও ছিলেন। এ তথ্য নিশ্চিত করেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।
তবে গতকাল এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দাবি করেছেন, ‘আবদুল হাকিম বিএনপির নেতাকর্মী নন। কয়েকটি গণমাধ্যমে তাকে বিএনপির কর্মী বলে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণরূপে ভিত্তিহীন।’ তবে রিজভীর এ বক্তব্যকে ‘দুঃখজনক’ মন্তব্য করে নিহত আবদুল হাকিমকে একজন জাতীয়তাবাদী সৈনিক ও কর্মী বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান (বর্তমানে পদ স্থগিত রয়েছে) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
এদিকে এক বিবৃতিতে আব্দুল হাকিমকে ব্যবসায়ী উল্লেখ করে প্রকাশ্য দিবালোকে তাকে খুন করার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপেদষ্টা গোলাম আকবর খোন্দকার। বিবৃতিতে তিনিও আব্দুল হাকিমকে বিএনপির কর্মী উল্লেখ করেননি।
কী বললেন রিজভী : বিবৃতিতে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীদের অভ্যন্তরীণ সংঘাতের ঘটনায় মো. আব্দুল হাকিম নামে এক ব্যক্তি গুলিতে নিহত হন। এই সহিংস ঘটনা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির একটি বড় ধরনের নজির। এই রক্তাক্ত ঘটনা ঐ এলাকার জনমনে উদ্বেগ ও ভীতির সঞ্চার করেছে। বর্তমানে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, চারিদিকে অনিশ্চয়তা, অস্থিরতা ও হতাশা বিরাজমান, যা এই বর্তমান সরকারের কাছ থেকে জনগণ প্রত্যাশা করে না। জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কারণেই দুষ্কৃতিকারীরা অপকর্মে মেতে উঠেছে। সমাজের অভ্যন্তরে ছড়িয়ে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসন নিষ্ক্রিয়, সেই কারণে এখন পর্যন্ত দেশের কোথাও কোনো অবৈধ অস্ত্র উদ্ধারের খবর পাওয়া যায়নি। জনগণ এই অরাজক পরিস্থিতির দ্রুত অবসান দেখতে চায়।
বিবৃতিতে বলা হয়, উল্লিখিত সহিংস ঘটনা সম্পূর্ণরূপে সমাজবিরোধী কিছু দুর্বৃত্ত চক্রের পরিকল্পিত হিংস্র কর্মকাণ্ড। এর সাথে রাজনীতি বা বিএনপির কোনো সম্পর্ক নেই। নিহত ব্যক্তিও দুষ্কৃতিকারীদের কেউ, বিএনপির নেতাকর্মী নন। বিবৃতিতে বলা হয়, বিএনপি রাউজানের সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং অবিলম্বে এলাকায় আধিপত্যকামী দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে।
কী বললেন গিয়াস কাদের : গিয়াস উদ্দিন কাদের চৌধুরী আজাদীকে বলেন, রিজভী সাহেবের বক্তব্যে আমি মর্মাহত। এটা খুবই দুঃখজনক। কিছুদিন আগে আব্দুল হাকিম সদস্য সংগ্রহ ফরম পূরণ করেছে। সে গত ১০ বছর ধরে আমাদের দলের ছেলেদের পাশে ছিল।
এর আগে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সাংবাদিকদের বলেন, রিজভী সাহেবের কথা শুনে আমি হতাশ হয়েছি। এটা দুঃখজনক। উনি কি করে বললেন, বিএনপির কর্মী না। এটা আমি মেনে নিতে পারছি না। গিয়াস উদ্দিন কাদের বলেন, রিজভী সাহেব কী বলেছেন ওটা না বলেন সাংবাদিক, ভাই–বন্ধু যারা আছেন, আপনারা তাকে বিভিন্ন অনুষ্ঠানে পেয়েছেন কী না বলুন। পেয়েছেন। সে কোনো পদে নেই, এটাই তার অপরাধ। সে জাতীয়তাবাদীর একজন সৈনিক, একজন কর্মী।
গোলাম আকবর খোন্দকারের প্রতিবাদ : গোলাম আকবর খোন্দকারের ব্যক্তিগত সহকারী অর্জুন কুমার নাথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোলাম আকবর খোন্দকার প্রকাশ্য দিবালোকে সংঘটিত হত্যাকাণ্ডে ব্যবসায়ী আব্দুল হাকিম খুন হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। গোলাম আকবর খোন্দকার এ হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রকৃত খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। প্রকৃত ঘটনার সাথে জড়িত কোনো সন্ত্রাসী যেন আড়াল হতে না পারে, আর এই খুনের ঘটনা যাতে অন্য দিকে ধাবিত না হয় এবং সাধারণ নিরীহ জনগণ যেন হয়রানি শিকার না হয়, সেদিকে লক্ষ্য রেখে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
এতে বলা হয়, এই সহিংসতার ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। উক্ত রক্তাক্ত ঘটনায় পূর্বের সকল হত্যাকাণ্ডসহ এই হত্যাকাণ্ডে এলাকার জনমনে চরম উদ্বেগ ও ভীতির সঞ্চার করেছে। এলাকার মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এই অরাজকতা ও অস্থিতিশীল পরিস্থিতি থেকে রাউজানের সাধারণ জনগণ পরিত্রাণ চায়।
হাকিম কি বিএনপির কর্মী ছিলেন : নিহত আবদুল হাকিম–এর পূরণ করা বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহের একটি ফরম গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এছাড়া ছড়িয়ে পড়া আরেকটি ছবিতে দেখা গেছে, বাগোয়ান ইউনিয়নে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠানের মঞ্চে বসে আছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে একই অনুষ্ঠানের মঞ্চে থাকা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউছুপ তালুকদার আজাদীকে বলেন, ২০ সেপ্টেম্বর বাগোয়ান ইউনিয়নে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। ওই দিন আব্দুল হাকিম ফরম পূরণ করেছেন। এর আগেও বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি।