হাইটেক পার্কের প্রস্তাবিত স্থান পরিদর্শনে প্রতিমন্ত্রী পলক

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২ মার্চ, ২০২৪ at ৭:৫৪ পূর্বাহ্ণ

হাটহাজারীতে আইটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষে হাইটেক পার্কের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। গতকাল শুক্রবার পৌরসভার ফটিকাস্থ কড়িয়ার দিঘীর পাড় সংলগ্ন এলাকায় শেখ কামাল আইটি প্রশিক্ষণ ও ইনকিউবেশন সেন্টারের প্রকল্পের প্রস্তাবিত ওই স্থানটি পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, টিএনটি উপব্যবস্থাপক ওহিদুল ইসলাম পৌর প্রশাসক মঞ্জুরুল আলম চৌধুরী প্রমুখ।

টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ সময় বলেন, হাইটেক পার্ক চালু হলে হাটহাজারীতে দক্ষ জনশক্তি সৃষ্টি হবে।

পূর্বাহ্নে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরে বসে সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে এ ব্যাপারে আলাপ করেন।

পূর্ববর্তী নিবন্ধরজমানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে জেলা প্রশাসককে স্মারকলিপি
পরবর্তী নিবন্ধকর্ণফুলী নদীর অবৈধ দখলদার উচ্ছেদের দাবিতে মানববন্ধন