হাঁটু গেড়ে শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

| সোমবার , ১১ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৪৬ পূর্বাহ্ণ

ভারতে জি২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। গতকাল রোববার একটি ছবিতে দেখা যায়, ঋষি সুনাক খালি পায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে কথা বলছেন। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ব্রিটিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করেন। এছাড়া সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেলফি তোলেন। খবর বাংলানিউজের।

গত ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভারতীয় সমকক্ষ নরেন্দ্র মোদির আমন্ত্রণে জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি যান। সেদিন বিকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন। দুই প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের আগে তিনটি সমঝোতা স্মারক সই হয়। গতকাল বিকালে নয়াদিল্লি থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধ৭৮৬