হলুদ কৃষ্ণচুড়ার মতো
ভরে যেতো সময়
ফুলের কাছে গিয়ে হতো
আমার মহাকাব্যিক ভাবনা!
রূপকথার গল্পের মতো
হতো জীবন
অতঃপর তারা সুখশান্তিতে বসবাস করছে!
জলকে জলের সাথে
মিশে যেতে দেখেছি
আর হৃদয়কে হৃদয়ের সাথে
এক অদ্ভুত অনুভূতির সম্ভার!
সৈয়দা করিমুননেসা | বৃহস্পতিবার , ২৪ এপ্রিল, ২০২৫ at ১০:৩৫ পূর্বাহ্ণ