গোলাকার পৃথিবীতে রঙ্গের যেন শেষ নেই প্রভু, কেউ কাউকে পাত্তয়ার প্রার্থনায় মগ্ন, কেউ কাউকে হারিয়ে মন ভিষন্ন খুব, কেউ খুব অসুস্থতায় নির্বাক রাত পার করছে, কেউ হেসে খেলে বড্ড সুখী তারা, কেউ কেউ আবার পরিছন্ন পোষাকে নিজেকে সাধু দাবি করছে, কেউ কেউ পরিস্থিতির স্বভাবে অগাধ ক্ষুধার যন্ত্রণায় ধুঁকছে, ঋতুর মত মানুষের মনেরও পরিবর্তন ঘটে এই ধরায়।