হরতালে অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা, চলেছে গাড়ি

নগরের কয়েকটি স্থানে বিএনপির ঝটিকা মিছিল

আজাদী প্রতিবেদন | সোমবার , ২০ নভেম্বর, ২০২৩ at ১০:০৫ পূর্বাহ্ণ

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন গতকাল নগরে যান চলাচল ছিল স্বাভাবিক। বাস, মিনিবাস, হিউম্যান হলার ও সিএনজিসহ সব ধরনের যান চলাচল করতে গেছে সড়কে। অবশ্য প্রাইভেট গাড়ির সংখ্যা কম ছিল। এছাড়া সরকারিবেসরকারি অফিস আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ছিল। সব মিলিয়ে হরতালের তেমন প্রভাব পড়েনি জনজীবনে।

এদিকে হরতাল চলাকালে দিনভর কোথাও অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। নাশকতা রোধে শহরে টহল দিয়েছে বিজিবি। এছাড়া মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। তবে কয়েক স্পটে ঝটিকা মিছিল করেছে বিএনপি। হরতালকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় দলটির ১০ নেতকার্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন নগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইদ্রিস আলী। এদিকে হরতালের সমর্থনে সকালে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. আব্দুস সাত্তার, এস কে খোদা তোতন ও সদস্য আহমেদুল আলম চৌধুরী রাসেলের নেতৃত্বে পাহাড়তলী কলেজ রোড়ে মহানগর বিএনপির পিকেটিং ও বিক্ষোভ মিছিল বের করা হয়। এছাড়া কেবি আমান আলী সড়ক, টাইগারপাস আমবাগান এলাকা, মুরাদপুর বিবিরহাট, জামালখান মোড়, আসকার দিঘির পাড়, নয়াবাজার সাগরিকা বিশ্ব রোড, চান্দগাঁও বাহির সিগনাল ও সিঅ্যান্ডবি এলাকা, অলংকার মোড় সিডিএ মার্কেট এলাকায় ঝটিকা মিছিল করে বিএনপি। এছাড়া তিনপোলের মাথা এলাকায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিল ও রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করার খবর পাওয়া গেছে। জেল রোড বদরপাতি এলাকায়ও ঝটিকা মিছিল করে বিএনপি।

পূর্ববর্তী নিবন্ধসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ট্রেনে আগুন, আহত ১০
পরবর্তী নিবন্ধপটিয়া পৌরসভায় মাসিক সভা বর্জন অধিকাংশ কাউন্সিলরের