হযরত শাহ জাহান শাহ (র.) এর ৫১৮ তম ওরশ সম্পন্ন

| বৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:৩৮ পূর্বাহ্ণ

হাটহাজারীর ধলই শাহী দরবারের আধ্যাত্মিক সাধক সৈয়দ শাহ জাহান শাহ (.) ৫১৮ তম বার্ষিক ওরশ ও চেহলাম শরীফ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে মহাসমারোহে মাজার শরীফ প্রাঙ্গণে আশেকভক্তের অংশগ্রহণের মাধ্যমে নানা কর্মসূচির মধ্যে দিয়ে শেষ হয়েছে।

প্রথম দিন বাদে জুমা হামদ, নাত, গজল, শানে শাহ জাহান শাহ (.) পরিবেশনের মধ্য দিয়ে মাজার শরীফ গোসল, গিলাফ চড়ানো, আঁতর, পুষ্প প্রদান, মিলাদ, কেয়াম জেয়ারত ও মুনাজাত। দ্বিতীয় দিন ফজরের নামাজের পর হতে শুরু করে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করা হয়। বাদে এশা জীবনী, কারামত ও সুফিবাদের উপর আলোচনা, রাতে জিকির ও সামা মাহফিল, ভোরে আখেরী মুনাজাতের মাধ্যমে ওরশের কর্মসূচি শেষ হয়। ওরশকে কেন্দ্র করে মেলা বসে। আলোক সজ্জা করা হয় মাজার ও আশেপাশের এলাকা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাজেকে ইউপিডিএফের আধাবেলা অবরোধ
পরবর্তী নিবন্ধদক্ষিণ জেলা যুবলীগের বর্ধিত সভা