হযরত শাহ আমানতের জীবনাদর্শ অনুসরণের বিকল্প নেই

ওরশ মাহফিলে বক্তারা

| সোমবার , ১০ জুন, ২০২৪ at ৭:৫৫ পূর্বাহ্ণ

শহর কুতুব হজরত শাহ সুফি আমানত খান ওরফে আমানত শাহের (রহ.) বার্ষিক ওরশ মাহফিল গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল পবিত্র খতমে কোরআন, খতমে ইউনুছ, খতমে খাজেগান, খতমে গাউসিয়া ও মিলাদ শেষে বিশেষ মোনাজাত।

দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন সাজ্জাদানশীন মোতওয়াল্লী শাহজাদা সৈয়দ মুহাম্মদ এনায়েত উল্লাহ খান (প্রকাশ বড় মিয়া)। মোনাজাতে বাংলাদেশসহ বিশ্বের সব দেশকে বিভিন্ন রোগে আক্রান্তদের আরোগ্য কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। এনায়েত উল্লাহ খান বলেন, আত্মঅহমিকা, হিংসা, ক্রোধ, বিদ্বেষ, হানাহানি, নৈতিকঅনৈসলামিক কার্যকলাপের দরুণ বর্তমানে বিশ্বে অস্থিরতা, যুদ্ধ, অশান্তি ছড়িয়ে পড়েছে। এখন সকল ভেদাভেদ দূর করতে শাহ আমানতের জীবনাদর্শ অনুসরণের বিকল্প নেই। তিনি আরো বলেন, এদেশে ইসলাম এসেছে আওলিয়া কেরামের মাধ্যমে। ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে আওলিয়া কেরামের পথ অনুসরণ করতে হবে। এর মাধ্যমে প্রকৃতপক্ষে মানব সমাজ মুক্তি পেতে পারে। মুনাজাতে উপস্থিত ছিলেন, শাহসুফি আমানত শাহ মসজিদের খতীব ও ইমাম মো. তবারক আলী, শাহজাদা আহমদ উল্লাহ, শাহজাদা হাফেজ মাহমুদুল্লাহ খান, শাহজাদা নুরুল্লা খান, শাহজাদা আহসান উল্লাহ খান, সেলিম রেজা, মাহবুবুর রহমান, মো: ছরওয়ার আলম, গিয়াস উদ্দিন ও মোহাম্মদ হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানব পাচারকারী চীনা নাগরিকসহ গ্রেপ্তার দুই, ৫ ভিকটিম উদ্ধার
পরবর্তী নিবন্ধটেকনাফের সৈকত ও নদী থেকে অর্ধগলিত ২ লাশ উদ্ধার