হযরত শাহজাহান শাহ্‌ (রা.)’র দুদিন ব্যাপী ৫১৮তম ওরশ কাল শুরু

| বৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:১০ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলার ধলই শাহী দরবার শরীফের আধ্যাত্মিক সাধক হযরত শেখ সৈয়দ শাহজাহান শাহ্‌ (রা.)-এর ২ দিনব্যাপী ৫১৮তম বার্ষিক ওরশ শরীফ মহা সমারোহে মাজার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে আগামীকাল শুক্রবার বিকাল ৩টায় খতমে কোরআন, মাজার শরীফ গোসল, পুষ্পপ্রদান, মিলাদ, কিয়াম, জেয়ারত শেষে দেশজাতির কল্যাণ কামনা করে মোনাজাত। আগামী ৩ ফেব্রুয়ারি শনিবার সকাল ৯টা হতে খতমে কোরআন, নাতে মোস্তাফা (.), মিলাদ, কিয়াম, জিয়ারত ও মোনাজাত, বাদে এশা হুজুরের জীবনী ও সুফিবাদের উপর আলোচনা, মিলাদ, জিয়ারত ও বিশেষ মোনাজাত, রাত ১১টায় যিকির ও ছেমা মাহফিল, বাদে ফজর আখেরি মোনাজাত ও তবারুক বিতরণ।

ওরশে হাজারহাজার আশেক ভক্তের সমাগম ঘটে, বসে মেলা। পুরো এলাকা বর্ণিলসাজে সজ্জিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবৌদ্ধ যুব পরিষদের শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধআল্লামা আজিজুল হক আলকাদেরী (রহ.)’র ওরশ শুরু আজ