হযরত শাহজাহান শাহ্‌ (রা.) এর ওরশ শুরু, আখেরি মোনাজাত আজ

| বৃহস্পতিবার , ৩ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৫২ পূর্বাহ্ণ

হাটহাজারীর ধলই শাহী দরবারের আধ্যাত্মিক সাধক হযরত শেখ সৈয়দ শাহজাহান শাহ্‌ (রা.)-এর ২ দিন ব্যাপী ৫১৬তম বার্ষিক ওরশ শরীফ গতকাল বুধবার মাজার প্রাঙ্গণে শুরু হয়েছে। অনুষ্ঠানসূচির মধ্যে ছিল-খতমে কোরআন, মাজার শরীফ গোসল, পুষ্পপ্রদান, মিলাদ, কিয়াম, জিয়ারত শেষে দেশ- জাতির কল্যাণ কামনা করে মোনাজাত। ওরশ উপলক্ষে বিপুলসংখ্যক আশেক ভক্তের সমাগম ঘটে। প্রত্যেক ওয়াক্তে নামাযের ব্যবস্থা রাখা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ওরশের কর্মসূচিসমূহ পালিত হচ্ছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে খতমে কোরআন, নাতে মোস্তাফা (দ.), মিলাদ, কিয়াম, জিয়ারত ও মোনাজাত, বাদে এশা সুফিবাদের উপর আলোচনা, মিলাদ, জিয়ারত ও বিশেষ মোনাজাত, রাত ১১টায় যিকির ও ছেমা মাহফিল, বাদে ফজর আখেরি মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে ওরশের সমাপ্তি ঘটবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সংবর্ধনা সভা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ১১৯ বোতল ফেন্সিডিলসহ আটক ২