চট্টগ্রাম নগরীর চর চাকতাই ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল এন্তেজামিয়া কমিটির উদ্যোগে নয়া মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে এক আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) মানবজাতির জন্য শান্তি, কল্যাণ ও মুক্তির বার্তা নিয়ে এসেছিলেন। অন্ধকার যুগে তিনি আলোর দিশা দেখিয়েছেন। কোরআন হলো এমন এক গ্রন্থ, যার একটি অক্ষরও পরিবর্তিত হয়নি। তাই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআন সুন্নাহকে অনুসরণ করতে হবে।
তিনি বলেন, নবীজি (সা.) ছিলেন জ্ঞানী, ধৈর্যশীল, সহিষ্ণু এবং সর্বদা সত্যবাদী। কোরআন ও হাদিস আমাদের নৈতিক শিক্ষা দেয় এবং জীবনকে সঠিকভাবে পরিচালনার দিকনির্দেশনা দেয়। প্রথম আয়াত ‘পড়’ আমাদের জানায় জ্ঞান অর্জন করা অপরিহার্য। জ্ঞান অর্জনের মাধ্যমেই আমরা নৈতিক ও বৌদ্ধিকভাবে সমৃদ্ধ হয়ে সঠিক পথে এগিয়ে যেতে পারব। তিনি বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.) বিশ্বমানবের মুক্তিদাতা। তাঁর আগমনে অন্ধকার জগতের অবসান ঘটে এবং সত্য, শান্তি, ন্যায়, সৌহার্দ্য ও সমপ্রীতি প্রতিষ্ঠা হয়। তাঁর আদর্শ ও জীবনকর্ম প্রজন্মের জন্য অনুসরণীয়।
দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী মোহাম্মদ হাজী নবাব খানের সভাপতিত্বে ও মোহাম্মদ ইউছুপ মাস্টারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান। এতে ওয়াজ করেন বিশিষ্ট ইসলামিক স্কলার মুহাম্মদ আবুল কাশেম নূরী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ জয়নুল আবেদীন আল কাদেরী, চাক্তাই হাজী সোবহান সওদাগর জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ শফিউল হক আশরাফী। উপস্থিত ছিলেন মাহফিল উদযাপন কমিটির সদস্য মাঈনুউদ্দিন পারভেজ, মো. জসিম উদ্দিন, ইয়াকুব খান, মো. ফারুক, মো. বেলাল, আনোয়ার হোসেন, মো. ইউনুছ, মো. রাশেদ, মো. সোহেল, মো. বারেক, আবদুল কাদের, মো. কালু, নূরউদ্দিন খান, আইয়ুব খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।