হযরত খাজা কালু শাহের (রহ.) বার্ষিক ওরশ ১৫ জুলাই

| শনিবার , ১৩ জুলাই, ২০২৪ at ৫:৪৪ পূর্বাহ্ণ

হযরত খাজা কালু শাহ (রহঃ) এর বার্ষিক ওরশ আগামী ১৫ জুলাই সোমবার চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার অন্তর্গত সলিমপুর, কালু শাহ্‌্‌ নগর দরবার শরীফে অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে বাদে ফজরখতমে কোরআন, খতমে গাউছিয়া শরীফ, বাদে যোহরহামদনাত ও কেরাত, বাদে মাগরিবজিকির আজকার, বাদে এশাআলোচনা সভা ও সারারাতব্যাপী মিলাদ মাহফিল এবং তবারুক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এতে দেশ বরেণ্য ওলামায়েকেরামগণ তশরীফ আনবেন। সকল ভক্ত ও শুভাকাঙ্ক্ষিদের উপস্থিত থাকার জন্য পবিত্র ওরশ কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রগতিশীল নাগরিক সমাজের সভা
পরবর্তী নিবন্ধপ্রাথমিক শিক্ষক মঞ্চ সহযাত্রীর আত্মপ্রকাশ অনুষ্ঠান আজ