হযরত আবু বকর সিদ্দিক (রা.)’র ওফাত দিবস পালন

| শনিবার , ২৪ আগস্ট, ২০২৪ at ১০:৪০ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী প্রগতিশীল নাগরিক সমাজের উদ্যোগে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক (রা.)’র ১৩৯০তম ওফাত দিবস পালন উপলক্ষে গতকাল সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন হায়দার আলী চৌধুরী বলেন, মানুষের জন্য বিপদআপদ মহান আল্লাহতায়ালার পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ। বন্যাজলোচ্ছ্বাস ও ভূমিধ্বসের মাধ্যমেও তিনি তার বান্দাদের ধৈর্য্যের পরীক্ষা নেন। দেশে বর্তমান ভয়াবহ বন্যা জলোচ্ছ্বাস ও প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে হায়দার আলী চৌধুরী সকল প্রকারের বিপদআপদ এবং বালামছিবত পরিস্থিতিতে ধৈর্য্য ধারণ করে সাধ্যমতো বন্যা কবলিত এলাকার বিপদাপন্ন মানুষের পাশে দাঁড়ানোর জন্য বৈষম্যবিরোধী প্রগতিশীল নাগরিক সমাজের সকল সদস্যদের প্রতি আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ হাসান ফালু, মোহাম্মদ শাহজাহান, রুমা আক্তার, মোহাম্মদ ইউসুফ, নুরুল আমিন প্রমুখ। সভাশেষে মাওলানা মতিউর রহমানের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে পানির নিচে ডুবে রয়েছে ৩ হাজার হেক্টর ধান ও সবজি ক্ষেত
পরবর্তী নিবন্ধবিভিন্ন এলাকায় বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ বিতরণ