আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় গতকাল মঙ্গলবার বা’দ মাগরিব হতে পশ্চিম ষোলশহরস্থ আলমগীর খানকাহ্ শরীফে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক (রাদ্বি.)’র ওফাত বার্ষিকী স্মরণে পবিত্র ফাতেহা শরীফ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল–খতমে কোরআন, খতমে বোখারী শরীফ, খতমে মাজমুয়ায়ে সালাওতে রাসূল (দ.), খতমে গাউসিয়া শরীফ, জীবনী আলোচনা, মিলাদ–কিয়াম প্রভৃতি।
আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন ট্রাস্টের জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দীন (শাকের), প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, সদস্য মোহাম্মদ নুরুল আমিন, জামেয়ার অধ্যক্ষ হাফেজ কাজী মুহাম্মদ আবদুল আলীম রেজভী প্রমুখ।
মাওলানা মুহাম্মদ ইলিয়াছ আলকাদেরীর সঞ্চালনায় বক্তব্য দেন, আনজুমান ট্রাস্টের মুখপাত্র অ্যাডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ আ ত ম লিয়াকত আলী, হাফেজ আশরাফুজ্জামান আলকাদেরী, মাওলানা গোলাম মোস্তফা মুহাম্মদ নুরুন্নবী। বক্তারা বলেন, হযরত আবু বকর সিদ্দিক (রাদ্বি.) ছিলেন নবীপ্রেমের মূর্ত প্রতীক। প্রিয়নবী (দ.)’কে তিনি নিজ পরিবার–পরিজন ও প্রাণের চেয়েও বেশি ভালবাসতেন। ইসলামের প্রচার প্রসারে তাঁর সমুদয় সম্পদ প্রিয়নবীর সমীপে উৎসর্গ করে ত্যাগের নজিরবিহীন দৃষ্টান্ত রেখে গিয়েছেন। দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ কাজী মুহাম্মদ আবদুল আলীম রেজভী। মিলাদ–কিয়াম, আখেরি মোনাজাত শেষে তাবাররুক বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।