হত্যা মামলায় চিৎমরম ইউপি চেয়ারম্যান ও মেম্বার গ্রেপ্তার

কাপ্তাই প্রতিনিধি | শনিবার , ২৮ নভেম্বর, ২০২০ at ১১:০১ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়নের চেয়ারম্যান এবং একই ইউনিয়নের একজন মেম্বারকে একটি হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গতকাল ২৭ নভেম্বর চিৎমরম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন চিৎমরম ইউপি চেয়ারম্যান খ্যাইস্যা অং মারমা (৫০) এবং ৬ নং ওয়ার্ডের মেম্বার সিং থোয়াই উ মারমা (৫১)। আটককৃতদের রাজস্থলী থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
রাজস্থলী থানার ওসি মফজল আহমদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি জানান, গত ২০ নভেম্বর রাজস্থলী থানায় গুলিতে তুইনুমং মারমা নামে এক ব্যক্তি আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই ঘটনায় মৃতের মা ওয়াংচিং ম্রা মারমা বাদী হয়ে ২৩ জনকে আসামি করে রাজস্থলী থানায় হত্যা মামলা দায়ের করেন। আসামিদের ২ জন হলেন কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউপি চেয়ারম্যান খ্যাইস্যা অং মারমা এবং একই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার সিং থোয়াই উ মারমা। এ মামলায় অন্য আসামিদেরও আটক করতে অভিযান চলছে। আটক চেয়ারম্যান ও মেম্বারকে আজ (২৮ নভেম্বর) রাঙামাটি জেলা কারাগারে পাঠানো হবে বলেও ওসি জানান।

পূর্ববর্তী নিবন্ধঅন্যের ভূমির ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ মামলায় যুবক কারাগারে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১৭২ জন