ফেনীর পরশুরামে গাছ কাটার জেরে এক ব্যক্তিকে হত্যা মামলার পলাতক আসামি মো. বাদশাকে গ্রেপ্তার করেছে র্যাব। গত শনিবার নগরীর চান্দগাঁওয়ের টেকবাজার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব–৭ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
র্যাব–৭ জানায়, ভিকটিম মোহাম্মদ উল্যাহ ফেনী জেলার পরশুরাম থানাধীন টেটেশ্বর এলাকার বাসিন্দা ছিলেন। ৫ মে সকালে গাছ কাটা নিয়ে আপন ভাইদের সাথে বাকবিতণ্ডা হয় ভিকটিমের। এক পর্যায়ে ভিকটিমের বড় ভাই তার হাতে থাকা লোহার রড নিয়ে ভিকটিমের মাথায় সজোরে আঘাত করে। পরে আরো ৭/৮ জন তাদের হাতে থাকা লাঠি, দেশি অস্ত্র, লোহার রড দিয়ে ভিকটিমের ওপর অতর্কিত হামলা করে। এতে গুরুতর আহত হয় ভিকটিম। একপর্যায়ে ভিকটিমকে প্রথমে ফেনী সদর হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ১০ মে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী পরশুরাম থানায় ৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. বাদশাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে পরশুরাম থানায় হস্তান্তর করা হয়।