হত্যা মামলার পলাতক আসামি দুই ভাই ৪ বছর পর গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৫ মার্চ, ২০২৪ at ১০:২৬ পূর্বাহ্ণ

নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার চাঞ্চল্যকর হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আপন দুই ভাইকে ৪ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। গতকাল রোববার র‌্যাব৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার দুই ভাই হলেন নুরুল আমিন নুরু (৪৮) ও তার ছোট ভাই শাহাব উদ্দিন (৪৪)। র‌্যাব জানায়, নোয়াখালীর সোনাইমুড়িতে ঘটা একটি হত্যাকাণ্ডের ঘটনায় ২০২০ সালের ৯ মে একটি মামলা হয়। সেই মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার দুই ভাই। র‌্যাব১১ এবং র‌্যাব৭ এর যৌথ অভিযানে গত ২২ মার্চ রাত সাড়ে ১১টার দিকে বড় ভাই নুরুকে আগ্রাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিকে আরেক আসামি শাহাব উদ্দিনকে কোতোয়ালী থানার সিআরবি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তারা গ্রেপ্তার এড়াতে গত চার বছর ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।

পূর্ববর্তী নিবন্ধআবাম ফাউন্ডেশনের ঈদবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধআমাদের সংস্কৃতি আজ হারিয়ে যাচ্ছে, সেদিকে দৃষ্টি দিতে হবে