হত্যা মামলায় সাবেক মেয়র আইভী দুই দিনের রিমান্ডে

| সোমবার , ২৬ মে, ২০২৫ at ৮:৩৬ পূর্বাহ্ণ

সিদ্ধিরগঞ্জ থানার একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দুইদিনের রিমাণ্ডে পেয়েছে পুলিশ। গতকাল রোববার বিকালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. নূর মোহসীন এ আদেশ দেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলায় আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিনের আবেদন মঞ্জুর করেন। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে যুক্ত ছিলেন সেলিনা হায়াৎ আইভী। খবর বিডিনিউজের।

২০ জুলাই বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান পোশাক শ্রমিক মিনারুল ইসলাম। ছাত্রজনতার প্রবল আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট দেশের বাকি সিটি করপোরেশনগুলোর মত টানা তিনবার নির্বাচিত মেয়র আইভীকেও অপসারণ করে অন্তর্বর্তী সরকার। এরপর ৩ সেপ্টেম্বর মিনারুল হত্যা মামলায় প্রথমবার আসামি করা হয় সেলিনা হায়াৎ আইভীকে। গত ৯ মে সকালে নারায়ণগঞ্জ নগরীর দেওভোগ এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার হন আইভী।

জুলাইঅগাস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা অন্তত ছয়টি মামলায় সাবেক এ সিটি মেয়রকে আসামি করা হয়েছে। মিনারুল হত্যা ছাড়াও আরও দুটি মামলাতে আইভীকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতাল পরিদর্শনে অতিরিক্ত সচিব শেখ মোমেনা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব কানাডা ইনকের অভিষেক