হত্যাচেষ্টা মামলায় হাই কোর্ট থেকে জামিন পেলেন শমী কায়সার

| মঙ্গলবার , ১২ আগস্ট, ২০২৫ at ৬:৫২ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা একটি হত্যাচেষ্টা মামলায় ইক্যাবের সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সারকে জামিন দিয়েছে হাই কোর্ট। খবর বিডিনিউজের। সোমবার হাই কোর্টের একটি দ্বৈত বেঞ্চ আগে দেওয়া রুলের শুনানি শেষে জামিন দিয়ে রুল নিষ্পত্তি করে। চলতি বছরের ৯ এপ্রিল রাজধানীর উত্তরায় টঙ্গী সরকারি কলেজের অনার্স শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফকে হত্যাচেষ্টা মামলায় শমী কায়সারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ঢাকার সিএমএম আদালত। গত ১২ মার্চ হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা মামলায় অভিনেত্রী শমী কায়সার জামিন পান। গত বছরের ৫ নভেম্বর রাতে উওরা ৪নং সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে আটক করা হয় শমী কায়সারকে। ওই মামলায় নিম্ন আদালতে জামিন না পেয়ে হাই কোর্টে জামিন চেয়ে আবেদন করেন শমী কায়সার।

আবেদনের শুনানি নিয়ে গত বছরের ১০ ডিসেম্বর হাই কোর্ট রুল দিয়ে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়। এ আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে গত ১২ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত জামিন স্থগিত করে রাষ্ট্রপক্ষের আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করে। এরপর আপিল বিভাগ চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশ বহাল রেখে হাই কোর্টে এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে সময়সীমা নির্ধারণ করে দেয়। এর ধারাবাহিকতায় রুলের শুনানি শেষে জামিন দিয়ে রুল নিষ্পত্তি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধ‘আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি, বহু বছর’ : প্রেম নিয়ে অকপট জয়া
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১২.৬০ কোটি টাকা