হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিত না হলে দ্বিতীয় বিপ্লবের ডাক আসবে

সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবেশে রাফি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর, ২০২৪ at ১০:২১ পূর্বাহ্ণ

আগামী ২৪ ঘণ্টার মধ্যে সম্প্রতি হওয়া গুপ্ত হত্যার বিচার নিশ্চিত করতে না পারলে দ্বিতীয় বিপ্লবের ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্য করে বলেন, আপনারা সুশীল না হয়ে বিপ্লবী হন। সুশীলতা দিয়ে বিপ্লব হয়নি। সুশীলতা ছাড়েন নইলে দেশ ছাড়তে হবে। আর কেউ যদি ভারতের চাটুকারিতা করে থাকে তাদের ঠাঁই বাংলার মাটিতে হবে না। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় নগরীর ষোলশহরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্যে রাফি এসব কথা বলেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একের পর এক তিন শিক্ষার্থী গুপ্ত হত্যার শিকার হওয়ার প্রতিবাদ এবং দ্রুত বিচারের দাবিতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, চট্টগ্রাম কলেজ ও চট্টগ্রাম আইন কলেজসহ বিভিন্ন পাবলিক, প্রাইভেট ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা সম্প্রতি হওয়া কয়েকটি গুপ্ত হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং বিচার দাবি করেন।

আইন কলেজের এক নারী শিক্ষার্থী বলেন, আন্দোলনে নারী শিক্ষার্থীরা মিছিলের সামনে ছিল। সবার সামনে থেকে নারীরা আন্দোলন করেছে। কিন্তু নারীরা এখন রাতে নিরাপদে রাস্তায় চলতে পারে না। তাদের নানাভাবে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। ধর্ষণ ও মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। প্রশাসন এ ব্যাপারে পদক্ষেপ না নিলে আবার আমরা রাস্তায় নামবো। আরেক শিক্ষার্থী বলেন, আন্দোলনে যারা সক্রিয় ছিল তাদের গুপ্ত হত্যার শিকার হতে হচ্ছে। তারা মনে করেছে গুপ্ত হত্যা করে আমাদের দমিয়ে দিবে, তারা আমাদের দমাতে পারবে না। গণহত্যা করে আমাদের দমাতে পারেনি, এখন গুপ্ত হত্যা করেও দমাতে পারবে না।

বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের পুলিশ প্রশাসন ভারত এবং আওয়ামী লীগের চাটুকারতিা করছে। যারা জুলাই আন্দোলনে আমাদের ভাইদের নির্মমভাবে হত্যা করেছে তাদের এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। আর যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না। অন্তর্বর্তী সরকারে যারা দায়িত্ব পেয়েছেন আপনারা আমাদের ভাইদের খুনিদের বিচার নিশ্চিত করুন। এখন পর্যন্ত পুলিশ প্রশাসন যে নীরবতা পালন করছে এটা এ সরকারের ব্যর্থতা। বিচার করতে না পারলে দায়িত্ব থেকে সরে যান। আমরা বিকল্প খুঁজে নেব।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে কৃষকলীগ নেতাকে পুলিশে দিল শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধচতুর্থ কিস্তির অর্থছাড়ে আইএমএফের সম্মতি