হতাম রঙিন পরী

সারমিন চৌধুরী | বুধবার , ১৯ মার্চ, ২০২৫ at ৪:৪৮ পূর্বাহ্ণ

ইচ্ছে করে পাখায় চড়ে

দেশবিদেশে ঘুরি,

থাকত যদি এমন ডানা

হতাম রঙিন পরী।

ফুলের রাজ্যে ছুটে যেতাম

বন্ধু হতো মেঘবতী,

হাওয়ার সঙ্গে চলত কথা

সঙ্গ দিত প্রজাপতি।

পাখির কাছে জোর মিনতি

দাওনা পাখা ভাই,

ঋণী রইব সারা জীবন

পাখনা যদি পাই।

পূর্ববর্তী নিবন্ধপবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড
পরবর্তী নিবন্ধছড়া হবে কেমন?