বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) চট্টগ্রাম শাখার উদ্যোগে বাংলাদেশ সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত ‘হতদরিদ্র গর্ভকালীন নির্যাতন প্রতিরোধ ও নিরাপদ প্রসব সহযোগিতা’ প্রকল্পের আওতায় বাছাইকৃত গর্ভবর্তী নারীদের আর্থিক অনুদান প্রদান করা হয়। গতকাল সোমবার শাখা কার্যালয়ে জেলা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমানের সঞ্চলনায় এতে প্রধান অতিথি ছিলেন এফপিএবি চট্টগ্রাম শাখার সভাপতি রাজীব সিংহ। উপস্থিত ছিলেন ডা. বীথিকা ভৌসিক, মো. আরিফুল ইসলাম, নিরুপা বেগম ও সুমন শীল। অনুষ্ঠানে মোট ৭ জন হতদরিদ্র গর্ভবর্তী নারীকে এককালীন ২০০০ টাকা করে অনুদান প্রদান করা হয়। প্রধান অতিথি গর্ভবতী নারীদের পুষ্টিকর খাবার গ্রহণ ও নিরাপদ প্রসব ব্যবস্থা বিষয়ে গুরুত্বারোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।